November 11, 2025, 11:17 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ আলুর কোল্ড স্টোরেজ সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ  ব্রহ্মরাজপুরে জামায়াতের ইউনিয়ন বৈঠক অনুষ্ঠিত সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনির বাঁকড়ায় মসজিদের অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন আশাশুনিতে জোর পূর্বক ধান কাটায় বাধা দেওয়ায় মারপিটে আহত-৩ ইউনিয়ন পরিষদের রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে খুলনায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দেবহাটায় শিক্ষকের মিল দখলের অভিযোগ সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ছয় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

আশাশুনিতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাস্প পরিচিলনা করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত উপজেলা জামায়াত কার্যালয়ে এ চিকিৎসা প্রদান করা হয়।
সকাল ৯ টা থেকে নাম রেজিস্টেশন, ফ্রি চিকিৎসা প্রদান ও ছানি রোগি বাছাই করা হয়। ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে ২ শতাধিক রোগিকে চোখের দৃষ্টি ত্রুটি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা, নেত্রনালীর পরীক্ষাসহ ফ্রি ব্যবস্থাপত্র প্রদান এবং ঔষধ ও চশমা স্বল্প মূল্যে প্রদান করা হয়। বাছাইকৃত রোগীদের বিদেশী লেন্স দিয়ে ছানি অপারেশন, ঔষধ, কালো চশমা, যাওয়া আসা ও থাকা খাওয়ার ব্যবস্থা প্রদান করা হয়। এছাড়া ছানি অপারেশন করানোর জন্য বাছাইকৃত রোগিদের সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ও গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার সার্বিক ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ আব্দুল হাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমির মাওঃ নুরুল আবছার মুরতাজা। অন্যদের মধ্যে ইউনিয়ন সহ সেক্রেটারি এস এম শহিদুজ্জামান বাবলু, ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী, সেক্রেটারি সাইফুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুস্মিতা মন্ডল তন্নীসহযোগিতা করেন মোঃ আরাফাত হোসেন, খাদিজাতুল কুবরা, নাইস মৈত্র, নাইস সুলতানা, রাশেদুজ্জামান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ